ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ৪ জুন ২০২০

প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন ভাইরাসটির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশের পাঁচ চিকিৎসকের প্রাণ কাড়ল করোনা। 

বুধবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

জানা গেছ, গত ১৫ এপ্রিল তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। পরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। তারপরও অবস্থার উন্নতি না হলে হাসপাতালে নেয়া হয় ডা. মো. মহিউদ্দিনকে। 

পরে ১৪ দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখার পরও সোমবার অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে নেয়া হয় মহিউদ্দিনকে। পরে বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

প্রয়াত এ চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নিয়ে আট বছর আগে ইব্রাহিম মেডিকেল কলেজে যোগ দেন অধ্যাপক মহিউদ্দিন। 

দেশে প্রথম করোনায় প্রাণ হারান সিলেটের এমএজি ওসমানী মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। গত ১৫ এপ্রিল মারা যান তিনি। ৩ মে মারা যান আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক মো. মনিরুজ্জামান।

১২ মে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

সর্বশেষ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন ডা. এহসানুল করিম।

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি